Sunday, March 1, 2009

৩৫ কোটি ইনডিয়ান ও খাদ্যসংকট বিষয়ে জর্জ বুশের জ্ঞান-গরিমা

০৪ ঠা মে, ২০০৮ সন্ধ্যা ৭:০৯
শেয়ার করুন: [Add to digg] [Add to FURL] [Add to blinklist] [Add to reddit] [Add to Technorati] [Add to YahooMyWeb] [Add to Co.mments] [Add to NewsVine] Facebook [new feature]

বিশ্বের বর্তমান খাদ্যসংকটের কারণ কী?
অনেকে অনেক কারণ দেখিয়েছেন। যেমন :
১. খাদ্যপণ্য থেকে থেকে জৈব জ্বালানী উৎপাদন।
২. জলবায়ু পরিবর্তনের কারণে উৎপাদন কমে যাওয়া।
৩. বড় দেশগুলোর ভর্তুকীর কারণে বিশ্বখাদ্যবাজারে অস্থিতিশীলতা।
৪. মুখ্য খাদ্য উৎপাদনকারী দেশগুলোর স্থানীয় মার্কেটে চাহিদা বৃদ্ধি।
৫. কৃষি উৎপাদনে ব্যবহৃত পন্যের ব্যয় বৃদ্ধি।
৬. কৃষি উৎপাদনের জন্য নিয়োজিত পুঁজি অন্য খাতে সরিয়ে নেয়া।
৭. কৃষিপ্রধান দেশগুলোতে আন্তর্জাতিক নানা সংস্থার চাপে কৃষিখাতে ভর্তুকী কমে যাওয়া।
৮.কলকারখানা ও বাসস্থানের স্থান সংকুলানের জন্য কৃষিজমি হ্রাস।
৯. কৃষি ও মৌলিক শিল্পের চেয়ে সেবাখাতে বেশি বিনিয়োগ।
১০. বিশ্ববাজার থেকে খাদ্যপণ্যের আগাম বিক্রি হয়ে যাওয়া।
১১. বড় আকারের বেশ কয়েকটি প্রাকৃতিক দুর্যোগ।

এইসব নানা কারণের কথা এ পর্যন্ত শোনা গেছে।
এবার জর্জ বুশ খাদ্য সংকটের জন্য স্রেফ ভারতীয় মধ্যবিত্তদের দায়ী করলেন। ৩৫ কোটি মধ্যবিত্ত নাকি যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার চেয়েও বেশি। আর এরাই সব খেয়ে ফেলেছে বলেই নাকি এই অবস্থা। আনন্দবাজারে লিখছে, বুশের আগে রাইসও নাকি ভারতীয়দের দায়ী করছিলেন। মাসুম ভাইয়ের পোস্টে দেখলাম, ভারতের সাথে সাথে রাইস নাকি চীনাদেরও দোষ দিয়েছিলেন।
বর্তমান বিশ্বে রাইস ও বুশ আলাদা করে একেকটা বড় সংকট। তারা যখন কোনো সংকট নিয়া কথা বলে তখন নতুন সংকট তৈরি হয়। এবারও তাই হলো।
ভারতের সরকার, বাম-ডান সবাই একবাক্যে বুশের কথাকে উড়িয়ে দিয়েছে। শুধু তাই না তারা বুশকে নিজের চরকায় তেল দেয়ার পরামর্শ দিয়েছে।
সকাল বেলা এমটিভি দেখতেছিলাম। এমটিভির টেলপে দেখলাম বুশের বক্তব্যে প্রতিবাদ। প্রশ্ন রাখা হইছে, বুশ তাইলে কী চান, আমরা না খেয়ে থাকি?
বুশ হয়তো তা চান না। তিনি সেইটা মিন কইরাও হয়তো কন নাই। কিন্তু চীন ও ভারতের রাইজিং মিডলক্লাসকে হিসাবে নিয়াই যে সামনের দিনগুলার হিসাব করতে হবে সেইটা বুশ স্পষ্ট কইরা দিলেন। আমেরিকা হিসাব করতেছে তো আমরা কোন ছার!
আমাদেরকেও হিসাব করতে হবে।
বছরখানেক আগে টাইম থেকে ভারত ও চীনের প্রবৃদ্ধির কিছু হিসাব নিকাশ নামাইছিলাম। এ প্রসঙ্গে আপনারা চোখ বুলাইতে পারেন মনে কইরা সেইটা আপলোড করলাম।



প্রকাশ করা হয়েছে: পঞ্চতন্ত্র বিভাগে ।




এডিট করুন | ড্রাফট করুন | মুছে ফেলুন

* ৩৫ টি মন্তব্য
* ৩৯৯ বার পঠিত,

Send to your friend Add to Your Showcase Print
আপনি রেটিং দিতে পারবেন না
পোস্টটি ১১ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি


এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন





এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন

আপনার নিজস্ব ই-মেইল ক্লায়েন্ট ব্যবহার করতে চাইলে এখানেক্লিক করুন

আপনার নাম :

আপনার ই-মেইল

আপনার বন্ধুদের ইমেইল

মেসেজ (নীচের মেসেজটি আপনার ইচ্ছেমত পরিবর্তন করুন
hi, i have been reading a nice wonderful post in http://www.somewhereinblog.net and would like to share it with you. Here is the post link http://www.somewhereinblog.net/blog/mahbubmoreblog/28794176 , please visit the link and rate it if you like. :-)

নিজেকেও একটি কপি পাঠান



১. ০৪ ঠা মে, ২০০৮ সন্ধ্যা ৭:১৬
comment by: প্রণব আচার্য্য বলেছেন: বর্তমান বিশ্বে রাইস ও বুশ আলাদা করে একেকটা বড় সংকট। তারা যখন কোনো সংকট নিয়া কথা বলে তখন নতুন সংকট তৈরি হয়। ...

চমৎকার বলেছেন+
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



০৪ ঠা মে, ২০০৮ সন্ধ্যা ৭:২৫

লেখক বলেছেন: থ্যাংকস।
মুছে ফেলুন


২. ০৪ ঠা মে, ২০০৮ সন্ধ্যা ৭:২২
comment by: সমালোচনাকারী বলেছেন: মুরশেদ ভাইয়া কেমুন আচেন? অনেক দিন আপনেরে দেকি না। মনটা কেমন আনচান করে!
আপনের পোরফাইলের পিকচারডা একটুস পাল্টাইবেন ? এক্কেরে হিজড়াগো লাহান লাগে!!
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



০৪ ঠা মে, ২০০৮ সন্ধ্যা ৭:২৮

লেখক বলেছেন: আপু ভাল আছি। আপনেরে অনেক দিন পর দেখলাম। কেমন আচেন?
মুছে ফেলুন


০৪ ঠা মে, ২০০৮ সন্ধ্যা ৭:৩০

লেখক বলেছেন: আপেনেরে তো হিজড়াদের মতো লাগে না। আপনে ঠিক থাইকেন।
মুছে ফেলুন


৩. ০৪ ঠা মে, ২০০৮ সন্ধ্যা ৭:২৬
comment by: শওকত হোসেন মাসুম বলেছেন: চীন ও ভারতের রাইজিং মিডলক্লাসকে হিসাবে নিয়াই যে সামনের দিনগুলার হিসাব করতে-একমত পুরোটাই
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



০৪ ঠা মে, ২০০৮ সন্ধ্যা ৭:২৯

লেখক বলেছেন: থ্যাংকস মাসুম ভাই।
মুছে ফেলুন


৪. ০৪ ঠা মে, ২০০৮ সন্ধ্যা ৭:৪২
comment by: িদদারুল আলম বাননা বলেছেন:

বর্তমান বিশ্বে খাদ্যসংকটের জন্য বুশ এবং বুশের যুদ্ধপ্রীতি টা কে দায়ী বলে আমি মনে করি।

ধন্যবাদ।
গুরুত্বপু্র্ন পোষ্ট দিয়েছেন।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



০৫ ই মে, ২০০৮ বিকাল ৫:০৪

লেখক বলেছেন: ধন্যবাদ।
মুছে ফেলুন


৫. ০৪ ঠা মে, ২০০৮ সন্ধ্যা ৭:৪৫
comment by: কোলাহল বলেছেন: পেটে ভাত সবারই তো দরকার। এখানে শুধু রাইজিং মিডল ক্লাসকে ধরবো কেন। নাকি তারাই বেশী খায়।



আর যদি মিডলক্লাসকে ধরতে হয় তাহলে শুধু চীন ভারত নয় বাংলাদেশের মিডল ক্লাসকেও ধরার সময় এসেছে।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



০৫ ই মে, ২০০৮ বিকাল ৫:০৮

লেখক বলেছেন: বড় মিডল ক্লাস থাকলে পণ্যবাজারে বড় প্রভাব পড়ে। বড় আকারের মিডল ক্লাসের বিকাশের জন্য প্রবৃদ্ধি যতটা হওয়া দরকার তার আলামত বাংলাদেশে নাই। বাংলাদেশে উচ্চবিত্তরাই ক্রেতা। ফলে বাজার খুব ছোট। এখানকার মিডল ক্লাসের ছোট একটা অংশ হয়তো রাইজিং কিন্তু অধিকাংশই ফলিং। ফলে, বাজারের হিসাবে বাংলাদেশের মিডলক্লাসকে ধরার সময় আসছে বলে মনে হয় না।
মুছে ফেলুন


৬. ০৪ ঠা মে, ২০০৮ সন্ধ্যা ৭:৫৫
comment by: শরিফ রনি বলেছেন: যে কোন সংকটময় মুহূর্তে মার্কিনিরা বরাবরই এগ্রেসিভ ভূমিকায় কথা বলে। আর বুশ প্রশাসনের কথাতো বলাইবাহুল্য। এ কারণে বিষয়বস্তুতে মন্তব্য করতে আগ্রহ হারিয়েছি। তবে সাহিত্যের বাইরে পলিটিক্স নিয়ে বেশ লিখেছেন।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



০৫ ই মে, ২০০৮ বিকাল ৫:১৩

লেখক বলেছেন: হ।
বুশের কথাটায় খুব মজা পাইছি তাই লেখলাম।
থ্যাংকস।
মুছে ফেলুন


৭. ০৪ ঠা মে, ২০০৮ রাত ৮:০৭
comment by: সারওয়ার জামান চন্দন বলেছেন:
বর্তমান বিশ্বে রাইস ও বুশ আলাদা করে একেকটা বড় সংকট। তারা যখন কোনো সংকট নিয়া কথা বলে তখন নতুন সংকট তৈরি হয়। ...

চমৎকার বলেছেন+
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



০৫ ই মে, ২০০৮ বিকাল ৫:১৫

লেখক বলেছেন: থ্যাংকস।
মুছে ফেলুন


৮. ০৪ ঠা মে, ২০০৮ রাত ৮:০৮
comment by: মৃদুল মাহবুব বলেছেন: বুশের যে কবে হবে হুশ.....
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



০৫ ই মে, ২০০৮ বিকাল ৫:২১

লেখক বলেছেন: সেটাই।
মুছে ফেলুন


৯. ০৪ ঠা মে, ২০০৮ রাত ৯:২১
comment by: রাখাল বলেছেন: মানুষ বাড়ছে, জমি বাড়ছেনা। বাড়ী বাড়ছে, জমি কমছে। তবুও পরিকল্পনা ভালো হলে আমরা প্রয়োজনীয় খাদ্য উৎপাদন করতে পারবো।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



০৫ ই মে, ২০০৮ বিকাল ৫:২৩

লেখক বলেছেন: আমাদের পরিকল্পনা তো খারাপ।
মুছে ফেলুন


১০. ০৪ ঠা মে, ২০০৮ রাত ৯:৩১
comment by: দিনমজুর বলেছেন:
এইসব আগডুম, বাগডুম কথা ওনারা বলেন, কারণ ওনারা চান যে- বিশ্ববাসী আগডুম, বাগডুম নিয়ে লাফালাফি করুক। আমি নিশ্চিৎ যে, বুশ যেটি বলেছেন তিনি নিজেও সেই কথা বিশ্বাস করেন না।

যুক্তরাষ্ট্র এখনো দুনিয়ার সর্ববৃহৎ কৃষি রপ্তানীকারক দেশ, তার বার্ষিক রপ্তানী ৬০ হাজার মিলিয়ন ইউএস ডলারেরও বেশী, সে তার মোট উৎপাদনের ১৭ শতাংশের বেশী চাল রপ্তানী করে। দুনিয়াজুড়ে খাদ্যের চাহিদা এবং একই সাথে একটা সংকট, তার জন্য অতীব জরুরী। কেননা, এতে মুনাফা বাড়ার সমূহ সম্ভাবনা। আর, তারো চেয়ে বেশী মুনাফা যদি জৈব জ্বালানী চাষ করে হয়- তবে তারা সেদিকেই ছুটবে, ছুটছেও তাই।

সুতরাং, বিশ্বজুড়ে অনুন্নত বা উন্নয়নশীল দেশসমূহের উচিৎ বুশেদের এসব বাগাড়ম্বর শুনে বেশী লম্ফঝ্ফ না করে, নিজেদের প্রোডাকশন বেশী বাড়ানো ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়া।

আপনাকে ধন্যবাদ।

আমার একটি পোস্ট ছিল কৃষি নিয়ে। পড়ে দেখতে পারেন (যদিও বড় পোস্ট, একটু ধৈর্য নিয়ে পড়তে হবে!!)
লিংকঃ
Click This Link
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



০৫ ই মে, ২০০৮ বিকাল ৫:১৮

লেখক বলেছেন: পড়লাম আপনার লেখা। দারুণ।
মুছে ফেলুন


১১. ০৪ ঠা মে, ২০০৮ রাত ৯:৪৭
comment by: রিফাত হাসান বলেছেন: হিসাব করতে হবে।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



০৫ ই মে, ২০০৮ বিকাল ৫:২৬

লেখক বলেছেন: হ।
মুছে ফেলুন


১২. ০৪ ঠা মে, ২০০৮ রাত ১০:১৯
comment by: প্রবাস কন্ঠ বলেছেন:
এই হচ্ছে বুশের চরিত্র
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



০৫ ই মে, ২০০৮ বিকাল ৫:২৮

লেখক বলেছেন: খুব মজার ব্যাপারটা। ধন্যবাদ।
মুছে ফেলুন


১৩. ০৪ ঠা মে, ২০০৮ রাত ১০:৩১
comment by: মাইনুল বলেছেন: বুশ হালারে হাতের পাছে পাইলে একটা রাম ধোলাই দিয়া বুঝাইয়া দিতাম খাদ্য সমস্যার জন্য কে দায়ী।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



০৫ ই মে, ২০০৮ বিকাল ৫:৩০

লেখক বলেছেন: বুশের সিকিউরিটি কিন্তু খুব কড়া। অতএব কাছে পাইলেও খিয়াল কইরা...
মুছে ফেলুন


১৪. ০৪ ঠা মে, ২০০৮ রাত ১০:৫১
comment by: ফারহান দাউদ বলেছেন: আমাদেরও কিন্তু হিসাব করতে হবে,উপরে উইঠা সবাই বুশ হয়া যায় কিনা।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



০৫ ই মে, ২০০৮ বিকাল ৫:৩২

লেখক বলেছেন: হ।
মুছে ফেলুন


১৫. ০৪ ঠা মে, ২০০৮ রাত ১১:০৮
comment by: পাগলা বাবু বলেছেন: আমাগো বাসমতি রাইসে নজর কেন ?
কই, আমরাতো তোমার কন্ডোলিজা রাইসে নজর দেইনা !

জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



০৫ ই মে, ২০০৮ বিকাল ৫:৩৭

লেখক বলেছেন: ভাল বলছেন।
মুছে ফেলুন


১৬. ০৫ ই মে, ২০০৮ দুপুর ১২:২১
comment by: দূরন্ত বলেছেন: হুমম...
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



০৫ ই মে, ২০০৮ বিকাল ৫:৩৮

লেখক বলেছেন: haaaaaaaaaaaaaaaaaaaamm
মুছে ফেলুন


১৭. ০৬ ই মে, ২০০৮ সকাল ১১:২৬
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন: ভারত , চীন নিয়ে চরম আতঙ্কের আর হতাশার প্রকাশ বুশের এই অসংলগ্ন বচন।

জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



০৬ ই মে, ২০০৮ বিকাল ৫:২৩

লেখক বলেছেন: বুশই যদি ভয় পায় তাইলে আমরা কেন পাই না?
মুছে ফেলুন

No comments:

Post a Comment