Sunday, March 1, 2009

পরবর্তী বিসিএস-এর জন্য সম্ভাব্য প্রশ্ন (সাজেশন)

১৬ ই জুন, ২০০৮ বিকাল ৩:২৩
শেয়ার করুন: [Add to digg] [Add to FURL] [Add to blinklist] [Add to reddit] [Add to Technorati] [Add to YahooMyWeb] [Add to Co.mments] [Add to NewsVine] Facebook [new feature]

অবজেকটিভ টাইপ প্রশ্ন :
১. বিএনপির সংস্কারপন্থী অংশের মহাসচিব কে ছিলেন?
২. পৃথিবীর বৃহত্তম বাজেট কবে ঘোষণা করা হয়েছিল?
৩. রাতদুপুরে যদি দুদক ধরে গানটির রচয়িতা কে?
৪. খালেদা জিয়া বিদেশ যাওয়ার আগে কোন বিষয়টি নিয়ে সরকারকে শর্ত দিয়েছিলেন?
৫. হাসিনার কানের চিকিৎসা যুক্তরাষ্ট্রের কোন হাসপাতালে হচ্ছে?
৬. খালেদা পরিবারের মুক্তির ব্যাপারে সরকার সফলতার শেষ প্রান্তে বলতে উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান কী বোঝাতে চেয়েছিলেন?
৭. ড. কামাল হোসেনকে কেন জাতির মুরুব্বী বলা হয়?
৮. তুমি আমার নৌবাহিনী গানটির গায়ক কে?
৯. আনোয়ার চৌধুরী বাংলাদেশে বসবাসের সময় কোন লোকগানটি রপ্ত করেছিলেন?
১০. ইউনাইটেড হাসপাতাল কোথায় অবস্থিত?
১১. মমতাজের গাওয়া আলু বিষয়ক গানটির রচয়িতা কে?
১২. ঘরে মদের বোতল রাখার দায়ে কোন মন্ত্রী জেল খাটছেন?
১৩. কোন উপদেষ্টা বলেছিলেন, বন্ধ হওয়া কারখানার শ্রমিকদের আমরা না খাইয়ে মারবো না?
১৪. দাম বাড়লে সরকারের কিছু করার নাই বলে কোন উপদেষ্টা চাকরি হারিয়েছিলেন?


রচনামূলক প্রশ্ন :
১. হ্যারি কে টমাস, প্যাট্রিসিয়া এ বিউটেনিস ও জেমস এ মরিয়ার্টি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তিন মার্কিন রাষ্ট্রদূতের ভূমিকা আলোচনা করুন।
২. বাংলাদেশী বংশোদ্ভূত কাউকে রাষ্ট্রদূত করে বাংলাদেশে পাঠানো হলে দূতিয়ালীর ক্ষেত্রে কী সুবিধা হতে পারে?
৩. বাংলাদেশে নুতন ধারার রাজনীতি চালু করতে প্রাইভেট হসপিটালগুলোর গুরুত্ব আলোচনা করুন।
৪. দীর্ঘায়িত জরুরি অবস্থায় বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা কেমন শক্তিশালী হয়েছিল?
৫. নিম্ন আদালতে স্বাধীনতা ও উচ্চ আদালতে হস্তক্ষেপ করে কীভাবে আদালতের ক্ষমতায় ভারসাম্য আনা যায়?
৬. গুরুতর অপরাধ বলতে কী বুঝেন?

নিম্ন লিখিতি বিষয়ে প্রবন্ধ রচনা করুন :
১. সংস্কারপন্থী সেজে কেমন কাটালাম
২. এমাজেন্সির এক রাত
৩. নিজস্ব ধাঁচের গণতন্ত্র
৪. আমি যখন টক শো'র হোস্ট
৫. হাওয়া ভবনের দুর্নীতি, সংস্কার, সংলাপ ও তারেক জিয়ার মুক্তি
৬. আমি যদি হতে পারতাম দুদকের চেয়ারম্যান

(আপনারা এই সাজেশনটাকে ইচ্ছা অনুসারে বাড়াতে পারেন। বিসিএস পরীক্ষা আসছে। অতএব দেরি কইরেন না।)



প্রকাশ করা হয়েছে: পঞ্চতন্ত্র বিভাগে ।



* ৫০ টি মন্তব্য
* ৪৬৯ বার পঠিত,

Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১২ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি


এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন





এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন

আপনার নিজস্ব ই-মেইল ক্লায়েন্ট ব্যবহার করতে চাইলে এখানেক্লিক করুন

আপনার নাম :

আপনার ই-মেইল

আপনার বন্ধুদের ইমেইল

মেসেজ (নীচের মেসেজটি আপনার ইচ্ছেমত পরিবর্তন করুন
hi, i have been reading a nice wonderful post in http://www.somewhereinblog.net and would like to share it with you. Here is the post link http://www.somewhereinblog.net/blog/mahbubmoreblog/28810150 , please visit the link and rate it if you like. :-)

নিজেকেও একটি কপি পাঠান



১. ১৬ ই জুন, ২০০৮ বিকাল ৩:৪১
comment by: কৌশিক বলেছেন: ফাটাফাটি
১৬ ই জুন, ২০০৮ বিকাল ৪:০৮

লেখক বলেছেন: থ্যাংকস।
২. ১৬ ই জুন, ২০০৮ বিকাল ৩:৪৩
comment by: কিরিটি রায় বলেছেন: মা. মু জাতীয় গুরুত্বপূর্ণ পোষ্ট ৩:২৩এ পোষ্ট করার পরও ৩: ৫০ পর্যন্ত একটি মন্তব্য নাই কেন?
সাইন এর প্রেক্ষাপটে আলুচনা করুন।
১৬ ই জুন, ২০০৮ বিকাল ৪:০৯

লেখক বলেছেন: গুরুত্বপূর্ণ প্রশ্ন।
৩. ১৬ ই জুন, ২০০৮ বিকাল ৩:৫৬
comment by: কোবরা বলেছেন: অবজেকটিভ টাইপ প্রশ্ন মনে হয় একটা বাদ গেছে....:)

১৫. পালিয়ে যাবার সময় কোন দালাল সম্পাদক কে বিমান থেকে ঘাড় ধরে নামিয়ে দেওয়া হয়েছিলো?
১৬ ই জুন, ২০০৮ বিকাল ৪:১০

লেখক বলেছেন: আরও প্রশ্ন দিন। প্রশ্ন করুন।
৪. ১৬ ই জুন, ২০০৮ বিকাল ৪:০৬
comment by: প্রচেত্য বলেছেন:
সর্বশেষ প্রশ্ন [শিক্ষার্থীদের উত্তর দেয়া না দেয়া বাধ্যতামূলক নহে]

প্রশ্ন : সাজেশনের নামে এরকম প্রশ্ন পত্র ফাস হলেও প্রশ্ন ফাসকারী সম্পর্কে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবেনা তা সংক্ষিপ্ত কিন্তু বণর্ণা আকারে চিত্র সহ উপযুক্ত রেফারেন্স [সরকারী + বেসরকারী] দিয়ে গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের মাধ্যমে Left side = Right side প্রমাণ কর ?

এবং

তুমি সরকারের দায়িত্বশীল পদমর্যাদায় থেকে , আদালত কর্তৃক কেন প্রশ্ন ফাসকারীকে অবৈধ বলা যাবেনা তার কারণ দর্শাও চাওয়ার প্রেক্ষিতে তোমার যথাযথ বক্তব্য উপস্থাপন কর।
১৬ ই জুন, ২০০৮ বিকাল ৪:১১

লেখক বলেছেন: ভাল প্রশ্ন।
৫. ১৬ ই জুন, ২০০৮ বিকাল ৪:১২
comment by: মাহবুব মোর্শেদ বলেছেন: এই পোস্টটা শুধু প্রশ্ন করার।
১৬ ই জুন, ২০০৮ বিকাল ৪:১৩

লেখক বলেছেন: উত্তর দিতে হইলে আলাদা পোস্ট ব্যবহার করুন।
৬. ১৬ ই জুন, ২০০৮ বিকাল ৪:১৪
comment by: পরীরমেলা বলেছেন:
প্রবন্ধ রচনা করুন :
৭। ৫০০ টাকার নোটে ১ কোটি টাকার ওজন ২৭ কেজি হ্য় কে বলেছিলেন ? কেন বলেছিলেন বিস্তারিত আলোচনা কর।

৮। কোন রাষ্ট্র প্রধান বক্তব্য দেওয়ার সময় মাথা ঘুরে পড়েছিলেন ? কেন পড়েছিলেন আলোচনা কর।
১৬ ই জুন, ২০০৮ বিকাল ৪:১৬

লেখক বলেছেন: ভাল প্রশ্ন। আসতে পারে পরীক্ষায়।
৭. ১৬ ই জুন, ২০০৮ বিকাল ৪:১৭
comment by: ভোরের আলো বলেছেন: (অ)জনগুরুত্বসম্পন্য ড়াঝাকার নিঝামী সম্বন্ধে কোন প্রশ্ন না থাকার কারনে প্রদত্ত সাজেশন অসম্পূর্ণ রয়ে গেল!!
১৬ ই জুন, ২০০৮ বিকাল ৪:১৯

লেখক বলেছেন: প্রশ্ন করতে তো বাধা নাই। আপনে করেন না একটা প্রশ্ন।
৮. ১৬ ই জুন, ২০০৮ বিকাল ৪:২২
comment by: পরীরমেলা বলেছেন:
লেখক (প্রশ্ন বাছাই কারী)বলেছেন: ভাল প্রশ্ন। আসতে পারে পরীক্ষায়।

তাই সকল পরীক্ষার্থী মুখস্ত করে ভালভাবে লিখবে । ১০/১০ পাবা।
১৬ ই জুন, ২০০৮ বিকাল ৫:০১

লেখক বলেছেন: ইয়েস।
৯. ১৬ ই জুন, ২০০৮ বিকাল ৪:২৩
comment by: আলী আরাফাত শান্ত বলেছেন: প্রশ্নপত্র ফাস করার জন্য মামোকে সামনেই ডিজেএফআইর লোকজন খোজা শুরু করবো।

ব্যাপক মজা পাইলাম:D:D
১৬ ই জুন, ২০০৮ বিকাল ৫:০৩

লেখক বলেছেন: ধন্যবাদ।
১০. ১৬ ই জুন, ২০০৮ বিকাল ৪:২৯
comment by: ভোরের আলো বলেছেন: ০১ । (অ)জননেতা নিজামী আদালত প্রাংগনে কার সাথে কুলাকুলি করেছিল?
১৬ ই জুন, ২০০৮ বিকাল ৫:০৬

লেখক বলেছেন: নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার পর মুজাহিদ সাংবাদিকদের কী বলেছিলেন?
১১. ১৬ ই জুন, ২০০৮ বিকাল ৪:৩০
comment by: রাজামশাই বলেছেন:
১৬ ই জুন, ২০০৮ বিকাল ৫:০৯

লেখক বলেছেন: ki?
১২. ১৬ ই জুন, ২০০৮ বিকাল ৪:৫৮
comment by: অন্যমনস্ক শরৎ বলেছেন: ব্যাপকস...........
১৬ ই জুন, ২০০৮ বিকাল ৫:১০

লেখক বলেছেন: থ্যাংকসসসসসসসসসসসসসসসসসসসস
১৩. ১৬ ই জুন, ২০০৮ বিকাল ৫:১৯
comment by: পলটু বলেছেন: ব্যাপকস............

১) মোখলেস কেন ১/১১ রাতে পিজিতে ভর্তি হইছিল?

২) মোখলেস কে কি শুধুই চর দেওয়া হইছিল নাকি পিছন ট্রিটমেন্টও দেওয়া হইছিল?


১৬ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৬:১২

লেখক বলেছেন: এই প্রশ্নের উত্তর দেয়া সাধারণ পরীক্ষার্থীদের পক্ষে কঠিন হইবে কি না বিবেচনা করবেন?
১৪. ১৬ ই জুন, ২০০৮ বিকাল ৫:২৬
comment by: পলটু বলেছেন: এই সরকারকে ক্ষমতায় আনার পিছনে মতি ভাইয়ের কি ভূমিকা ছিল?
১৬ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৬:১৪

লেখক বলেছেন: ভাল প্রশ্ন।
১৫. ১৬ ই জুন, ২০০৮ বিকাল ৫:৩১
comment by: লুলুপাগলা বলেছেন: মইন ইউ আহমেদ উরফে আলু কে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান কি? আপনার উত্তরের স্বপক্ষে যুক্তিসহ কারণ বর্ণনা করুন। মান= +১০/-১০
১৬ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৬:১৮

লেখক বলেছেন: অনুমান ভিত্তিক প্রশ্ন।
১৬. ১৬ ই জুন, ২০০৮ বিকাল ৫:৩১
comment by: রাজামশাই বলেছেন: অবজেকটিভ টাইপ প্রশ্ন :
১. বিএনপির সংস্কারপন্থী অংশের মহাসচিব কে ছিলেন
উত্তরঃ মাহবুব মোর্শদ

২. পৃথিবীর বৃহত্তম বাজেট কবে ঘোষণা করা হয়েছিল?
উত্তরঃ কিছুক্ষন আগে- রাজামশাই দ্বারা

৩. রাতদুপুরে যদি দুদক ধরে গানটির রচয়িতা কে?

উত্তরঃ রাজামশাই

৪. খালেদা জিয়া বিদেশ যাওয়ার আগে কোন বিষয়টি নিয়ে সরকারকে শর্ত দিয়েছিলেন?

উত্তরঃ রাষ্ট্র পরিচালনায় রাজামশাই এর আনুগত্য করা।

৫. হাসিনার কানের চিকিৎসা যুক্তরাষ্ট্রের কোন হাসপাতালে হচ্ছে?

উত্তরঃ যুক্তরাষ্ট্রের জয় বাংলা হাসপাতালে।

৬. খালেদা পরিবারের মুক্তির ব্যাপারে সরকার সফলতার শেষ প্রান্তে বলতে উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান কী বোঝাতে চেয়েছিলেন?

উত্তরঃ রাজামশাই ভালো লোক

৭. ড. কামাল হোসেনকে কেন জাতির মুরুব্বী বলা হয়?

উত্তরঃ রাজামশাই তাকে এই উপাধি দিয়াছে বলিয়া

৮. তুমি আমার নৌবাহিনী গানটির গায়ক কে?

উত্তরঃ রাজা শিল্পী হায়দার

৯. আনোয়ার চৌধুরী বাংলাদেশে বসবাসের সময় কোন লোকগানটি রপ্ত করেছিলেন?

উত্তরঃ আমরা সবাই রাজা।

১০. ইউনাইটেড হাসপাতাল কোথায় অবস্থিত?

উত্তরঃ রাজামশাই এর রাজ্যে।

১১. মমতাজের গাওয়া আলু বিষয়ক গানটির রচয়িতা কে?

উত্তরঃ রাজামশাই
১২. ঘরে মদের বোতল রাখার দায়ে কোন মন্ত্রী জেল খাটছেন?

উত্তরঃ আইন মন্ত্রী

১৩. কোন উপদেষ্টা বলেছিলেন, বন্ধ হওয়া কারখানার শ্রমিকদের আমরা না খাইয়ে মারবো না?

উত্তরঃ কৌশিক

১৪. দাম বাড়লে সরকারের কিছু করার নাই বলে কোন উপদেষ্টা চাকরি হারিয়েছিলেন?

উত্তরঃ পিনিক চান ব্যাভীচারী
১৬ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৬:১৯

লেখক বলেছেন: ভাইভা বোর্ড ফেস করার পরামর্শ দেওয়া হইলো।
১৭. ১৬ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৬:০১
comment by: ফারহান দাউদ বলেছেন: চালের দাম ৪৫ টাকা কেজি হওয়াতে দেশের অর্থনীতিতে কি কি সুফল আসতে পারে আলোচনা কর।
১৬ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৬:২১

লেখক বলেছেন: অথবা কোন প্রক্রিয়ায় চালের মূল্য ৫০ টাকা করিবে, ব্যবসায়ী সিন্ডিকেটের সদস্য হিসাবে একটি প্রবন্ধ রচনা করো।
১৮. ১৬ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৬:২১
comment by: এমিল বলেছেন: ব্যখা কর "আলবদর নিজামী একজন সৎ লোক"


অইদ্যাপক গোআ আর শিবিরের জবানী, সাতে বর্তমান আমীরের উদ্ধৃতি থাকা বাইদ্যতা মুলক।
১৬ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৩১

লেখক বলেছেন: ভালো প্রশ্ন।
১৯. ১৬ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৩১
comment by: মাহমুদ রহমান বলেছেন: মিডিয়ার ব্যপক (অপ!) তৎপরতা সত্তেও সালেহী কেমনে আদালত থেকে বেকসুর খালাস পেল? ঘটনা না ঘটিয়েও মিডিয়ার ঘটনা ঘটানোর এই চিরাচরিত পদ্ধতির ব্যাঘাত ঘটার পিছনে কি কি ভূমিকা কাজ করেছে বলে মনে কর?

কিভাবে মিডিয়া তাদের নিজেদের হত্যা দিবস ভুলে গেল? এরা কি "নিজামী-মুজাহিদের অতীত নিয়ে ঘাটাঘাটি কইরো না" টাইপের তত্ত্ব গ্রহণ করল?
১৭ ই জুন, ২০০৮ সকাল ১১:৩৮

লেখক বলেছেন: হ।
২০. ১৬ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৪৫
comment by: সুরিজত স্বপন বলেছেন: মাহবুব মোর্শেদ সরকারী কর্ম কমিশনের কততম সদস্য?
১৭ ই জুন, ২০০৮ সকাল ১১:৩৬

লেখক বলেছেন: আমি বেসরকারি কোচিং সেন্টারের সদস্য।
২১. ১৬ ই জুন, ২০০৮ রাত ১০:৩৭
comment by: রিফাত হাসান বলেছেন: প্রশ্নগুলি খুবই আনন্দকর। আর আপনি যে পদ্ধতিতে সবগুলা একসাথে আউট কইরা দিলেন রাতদুপুরে যদি দুদক ধরে গানটা আপনারে নিয়ে গাওয়া হইতে পারে, যে কোন মুহূর্তে চ্যানেলাইতে। প্রশ্নপত্র আউট করার দায়ে। উত্তর দেয়ার জায়গা নয় বলেছেন এটা। আমার কাছে কিছু উত্তর ছিলো, তা দিলাম না। কেমন আছেন মাহবুব ভাই।
১৭ ই জুন, ২০০৮ সকাল ১১:৪১

লেখক বলেছেন: আপনি উত্তর দেন। আপনার জন্য একটা মডেল টেস্ট ফ্রি করে দিলাম।

ভাল আছি।
২২. ১৬ ই জুন, ২০০৮ রাত ১১:৫৩
comment by: আরিফ থেকে আনা বলেছেন: বিসিএস প্রশ্নপত্র ফাসের তীব্র দিক্কার জানাই।
১৭ ই জুন, ২০০৮ সকাল ১১:৪৩

লেখক বলেছেন: হ্যাঁ।
২৩. ১৭ ই জুন, ২০০৮ সকাল ১১:৪০
comment by: ফরহাদ উিদ্দন স্বপন বলেছেন: ইহার সহিত আরো কতিপয় প্রশ্ন যোগ হইতে পারিত। যথাঃ

১। কোন নোবেল বিজয়ী, প্রধানমন্ত্রী হইবার খায়েশে রাজনৈতিক দল করিবার ঘোষণা দিয়াও পরে পল্টি দিয়াছিলেন;

২। কোন নোবেল বিজয়ীর মালিকানাধীন কোম্পানী সরকারকে ১৬০ কোটি টাকা জরিমানা দিয়াছিলো;

৩।কোন বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে ড. কামাল হোসেনকে নির্বাচন কমিশনের উকিল হইতে হইয়াছিলো;

৪। কোন বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে ড. দেবপ্রিয়, সৎ মানুষ খোজা বাদ দিয়া জেনেভার স্থায়ী মিশনে চাকুরী করিতে গেলেন;

৫। কোন বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে প্রথম আলোর মতিউর রহমান সাহেবকে মৌলবাদীদের মুরব্বীর কাছে তওবা পড়িতে হইয়াছিলো।


আমি জানি আমার এ মন্ত্রব্যের পর ব্লগার মাহবুব মোর্শেদ আমাকে ব্লকড করিবেন। যদি বিসিএস পরীক্ষায় এই প্রশ্নটি কখনও আসিবেনা. " কোন বিশেষ অবস্থার প্রেক্ষিতে মাহাবুব মোর্শেদের মতো একজন হেভিওয়েট ব্লগার ফরহাদের মতো একজন নমশুদ্রকে ব্লকড করিয়াছিলেন"
১৭ ই জুন, ২০০৮ দুপুর ১২:০৮

লেখক বলেছেন: আমি ওয়েট কমানোর চেষ্টায় আছি।
২৪. ১৭ ই জুন, ২০০৮ দুপুর ১২:১২
comment by: হ্যারি সেলডন বলেছেন: মাহমুদ রহমান শিবির হয়েও শিবিরের সমর্থক সেটা স্বীকার করতে লজ্জা পাই কেন?
২৫. ১৭ ই জুন, ২০০৮ রাত ১১:২৩
comment by: বিবেক সত্যি বলেছেন: প্রিন্টআউট করে V.V.I. দাগ দিয়ে রাখতে হইবেক ;)
২৬. ১৯ শে জুন, ২০০৮ দুপুর ২:৫০
comment by: . . . এখনো খুঁজি বলেছেন: মুসতাইন জহির এর বুকে ব্যাথার আসল কারণ কি ? "বিপ্লব হাত ছাড়া হয়ে গিয়েছে" এই বাস্তবতার আলোকে আলোচনা করুন।

প্রশ্নপত্র ভাল হয়েছে ।
২৭. ১৯ শে জুন, ২০০৮ বিকাল ৪:২৪
comment by: ভোরের আলো বলেছেন: বাবর কেন চকরি চেয়ারের উপর মুইত্যা দিছিল?

No comments:

Post a Comment